বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

১ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্ক একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টা করছে যা অন্তত ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।

গত সোমবার (১৯ ডিসেম্বর) তুরস্কের মার্দিন প্রদেশে এক অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে এরদোগান একথা বলেন।

তিনি বলেন “টাইফুন ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ বলা হয়েছিল ৫৬০ কিলোমিটার, কিন্তু আমরা তা যথেষ্ট বলে মনে করি না।”

তিনি আরো বলেন, “আমি গত সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে এক বৈঠক তাদের জিজ্ঞাসা করেছিলাম এই ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত পরিস্থিতি কী হবে ? তারা বলেছিল আমরা ১ হাজার কিলোমিটারে পৌঁছাতে সক্ষম।”

গত অক্টোবরে কৃষ্ণ সাগরে টাইফুন ব্যালেস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছিল তুরস্ক। যেটি ৪৫৮ সেকেন্ডে ৫৬১ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

টাইফুন ব্যালেস্টিক মিসাইলটি ‘শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (SRBM)’ শ্রেণীতে রয়েছে। তুরস্কের কাছে এর আগে SRBM-শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল না।

বিগত কয়েক বছর ধরে গ্রীকদের দ্বারা এজিয়ান দ্বীপপুঞ্জকে অস্ত্রসজ্জিত করাকে আঙ্কারা সরাসরি উস্কানি হিসেবে দেখেছে।

গত সপ্তাহে এরদোগান বলেছিলেন, “গ্রীস যদি এজিয়ান দ্বীপপুঞ্জকে অস্ত্রসজ্জিত করতে অব্যাহত থাকে তবে তুরস্ক অলস বসে থাকবে না।”

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ