শনিবার, মে ১০, ২০২৫

রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১০টি বাস

spot_imgspot_img

কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১০টি বাস। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ১০ বাসে রোহিঙ্গা নিয়ে রওনা হতে দেখা গেছে।

ধারণ করা হচ্ছে, প্রতিটি বাসে ৩০ থেকে ৪০ জনের মতো রোহিঙ্গা রয়েছে। তবে এখনও পর্যন্ত কত পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন, তার কোনো সঠিক তথ্য ও পরিসংখ্যান পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের তথ্যমতে, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবারকেগুলোকে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্প থেকে নিয়ে উখিয়া কলেজ মাঠে জড়ো করা হয়।

সেখান থেকে এই পর্যন্ত ১০টি বাস ভাসানচরে উদ্দেশে রওনা দিলেও আরও ২০টিও অধিক বাস সেখানে রয়েছে৷ ওই বাসগুলো রোহিঙ্গাদের যে কোনো সময় রওনা দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img