বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, তুরস্ক সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

গত বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে এক ফোন কলে তিনি এ কথা বলেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফোন কলে সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন এ দুই নেতা।

কাভুসোগলু জোর দিয়ে বলেছেন, “সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্কের অভিযান অব্যাহত থাকবে।”

ফোন কলে এ দুই নেতা ইউক্রেনের সাম্প্রতিক অগ্রগতি ও শস্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।

ব্লিঙ্কেন একটি টুইটার বার্তায় এ ফোন কলের কথা উল্লেখ করে ব্ল্যাক সি গ্রেইন উদ্যোগ পুনর্নবীকরণের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ