বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ইউক্রেন যুদ্ধ সহজেই শেষ হচ্ছে না: তুরস্ক

কিয়েভ-মস্কোর মধ্যে শান্তি আলোচনা ব্যবস্থা করা সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সহজেই অবসান হচ্ছে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, এটা বলা ভুল হবে না যে আমাদের ইচ্ছা এবং যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও ২০২৩ সাল পর্যন্ত এই যুদ্ধ চলতে পরে।

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে চুক্তিতে মধ্যস্থতা করেছিল তুরস্ক। পাশাপাশি যুদ্ধ অবসানে আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনীয় নেতাদের নিয়ে বৈঠকের ব্যবস্থা করেছিল দেশটি। কিন্তু যুদ্ধ বন্ধের কোনও আলামত দেখা যায়নি। বরং দিনে দিনে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, তুরস্ক হিসেবে আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাই। অন্তত একটি মানবিক যুদ্ধবিরতি, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ