বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

গির্জায় গোলাপ দিয়ে সুইডেনে কুরআন পোড়ানোর ”অভিনব প্রতিবাদ” জানালো তুরস্কের যুবকরা

উগ্রপন্থী ইসলামবিদ্বেষী সুইডিশ-ড্যানিশ রাজনীতিবিদের দ্বারা মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে দক্ষিণ-পূর্ব তুরস্কের একদল তরুণ যুবক গির্জায় গোলাপ ফুল বিতরণ করেছে।

গত রবিবার (২২ জানুয়ারি) তুরস্কের মার্দিন প্রদেশের কেন্দ্রীয় আর্তুকলু জেলার তরুণরা গির্জায় গিয়ে এ ফুল বিতরন করেন।

এসব তরুণরা গির্জার কর্মকর্তাদের হাতে তুলে দেয় ও গত শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর নিন্দা জানায়।

তরুণদের মধ্যে ইব্রাহিম হালিল নামের একজন বলেন, “ইসলাম এমন একটি ধর্ম যেখানে কেউ যদি আপনাকে হত্যা করতে আসে তাকেও ক্ষমা করতে শেখায়।”

উল্লেখ্য, সুইডেনের কুরআন পুড়ানোর অনুমতির প্রতিক্রিয়ায় আঙ্কারা সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসনের আসন্ন তুরস্ক সফর বাতিল করেছেন এছাড়াও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় সুইডিশ রাষ্ট্রদূত স্টাফান হেরস্ট্রমকে তলব করে এই উস্কানিমূলক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি স্পষ্টতই একটি ঘৃণামূলক অপরাধ।”

সূত্র: টিআরটি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ