বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

কসোভো ও সার্বিয়ার মধ্যে সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করবে তুরস্ক : এরদোগান

কসোভো ও সার্বিয়ার মধ্যে সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

শুক্রবার ইস্তাম্বুলে কসোভারের প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে বৈঠকের পর এরদোগান বলেন, ‘আঞ্চলিক শান্তির জন্য কসোভো ও সার্বিয়ার মধ্যে সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করতে অনুরোধ করা হলে তার দেশ প্রস্তুত।’

কসোভারের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য তুরস্ক সব ধরনের সমর্থন দিতে এবং দেশ দুটির অনুরোধে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘আমরা আশা করি সার্বিয়ার সঙ্গে সংলাপ প্রক্রিয়া এ অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে কসোভো যাতে প্রাপ্য অবস্থানে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য তুরস্ক যৌথ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন উল্লেখ করে এরদোগান আরও বলেন, ‘এ বিষয়ে আমরা ন্যাটো, ইউরোপীয় কাউন্সিল এবং ইইউতে যোগদানের কসোভোর মিশনকে সমর্থন করি।’

২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। স্বাধীনতার ঘোষণার প্রথম দিন কসোভোকে স্বীকৃতি দেয় তুরস্ক। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশিরভাগ জাতিসংঘের সদস্য কসোভাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।

তবে কসোভোকে নিজের এলাকা হিসেবে দাবি করে আসছে সার্বিয়া।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ