বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প; নিহত ৫০০ জনের বেশি

তুরস্কের মধ্যাঞ্চলে এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে আহতদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর রাতের এই ভূমিকম্প সাইপ্রাস ও লেবানন থেকেও অনুভূত হয়।

পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে দিয়ারবাকির এলাকার একজন আহত নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা দোলনায় দোল খাওয়ার মতো কাঁপছিলাম। ঘরে আমরা নয়জন ছিলাম। আমার ছেলে এখনও ধ্বংসস্তুপের নিচে। আমি এখনও তার ফিরে আসার জন্য অপেক্ষা করছি।

এ প্রসঙ্গে ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজিয়ান্তেপ শহরের বাসিন্দা এরদেম বলেন, আমি আমার ৪০ বছরের জীবনে এরকম পরিস্থিতি কখনও দেখিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ