বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

দুর্যোগ পরবর্তী বর্তমান তুরস্কের পরিস্থিতি

তুরস্কের সিরীয় সীমান্তবর্তী গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০টি শহরের শতাধিক ভবন ধসে পড়েছে। অনেক শহরে সেল ফোন কভারেজ পাওয়া যাচ্ছে না। তুষারপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

তুরস্কের হাতায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আদিয়ামানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন তুরস্কের একজন এমপি। ভেঙে পড়েছে প্রাচীন অ্যান্টেপ দুর্গ। অনেক প্রদেশে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য সোশ্যাল মিডিয়াতে তাদের ঠিকানা প্রদান করছে আত্মীয়-স্বজনরা।

উল্লেখ্য; তুরস্কের সিরীয় সীমান্তবর্তী গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮৪ জনে। আহতের সংখ্যা ২৩২৩ জন ছাড়িয়েছে।

সূত্র : সিএনএন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ