বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

‘ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকেই চিৎকার করছে, কিন্তু আমরা তাদের বাঁচাতে পারিনি’

হিম শীতল তাপমাত্রা, তুষার ও বৃষ্টিতে তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিরূপ আবহাওয়ার মধ্যেও চলমান ছিল জীবিতদের অনুসন্ধান। অনেক স্থানেই ভবনের ধ্বংসাবশেষে আটকেপড়া মানুষের সহযোগিতার জন্য চিৎকার শোনা যাচ্ছিল।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের এক ব্যক্তি বৃষ্টির মধ্যেই কাঁদছিলেন। উদ্ধারকর্মীদের জন্য যন্ত্রণাদায়ক অপেক্ষার কথা তিনি তুলে ধরেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে।

অসহায়ত্ব আড়াল করতে বারবার নিজের দুই হাত ঘষতে থাকা ডেনিজ নামের এই ব্যক্তি বলেন, তারা চিৎকার করছে। কিন্তু কেউ আসছে না।

তিনি বলেন, আমরা বিপর্যস্ত। হায় খোদা… তারা ডাকছে। তারা বলছে, আমাদের বাঁচাও। কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না। সকাল থেকে এখানে কোনও উদ্ধারকর্মী আসেনি।

এদিকে, সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত রায়েদ আল-সালেহ অঞ্চল থেকে উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস বলেছে, ধ্বংসস্তূপে আটকেপড়া জীবিতদের উদ্ধারে তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ