শুক্রবার, মে ২৩, ২০২৫

ভূমিকম্পে ধসে গেল ২ হাজার বছরের পুরনো তুরস্কের গাজিয়ান্তেপ দুর্গ

spot_imgspot_img

গত সোমবারের তুরস্কে ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্কের ঐতিহাসিক ও আকর্ষণীয় পর্যটক স্থান গাজিয়ান্তেপ দুর্গটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু নিউজ এজেন্সি জানিয়েছে, “ভূমিকম্পে তুরস্কের শাহিনবে জেলার ঐতিহাসিক গাজিয়ানন্তেপ দুর্গের পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অংশের কিছু অংশ রাস্তায় ধসে পড়েছে। প্রাসাদের চারপাশের লোহার রেলিংগুলি আশেপাশের ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। দুর্গের পাশে ধরে রাখা সাহায্যকারী প্রাচীরটিও ভেঙে পড়েছে। কিছু বুরুজে বড় ফাটল দেখা গেছে।”

উল্লেখ্য, হিট্টাইট সাম্রাজ্যের দ্বারা এই দুর্গের পাহাড়ের চূড়াটি সর্বপ্রথম একটি পর্যবেক্ষণ স্থান হিসাবে ব্যবহৃত হত। পরবর্তীতে খ্রিস্টীয় ২য় ও ৩য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের দ্বারা একটি প্রধান দুর্গে পরিণত হয়।
গোলাকার আকৃতির গাজিয়ান্তেপ দুর্গের পরিধি ১২০০ মিটার। এর প্রাচীরগুলি পাথরের তৈরি। দুর্গটিতে সর্বমোট ১২ টি বুরুজ রয়েছে।

সূত্র: সিএনএন

সর্বশেষ

spot_img
spot_img
spot_img