সিরিয়ার তেল রিফাত অঞ্চল থেকে তুরস্কের দক্ষিণ কিলিস প্রদেশের সীমান্তবর্তী চেক পোস্টে মাল্টি-ব্যারেল রকেট হামলা চালানো হয়েছিল। এর জবাবে তুরস্কের সেনাবাহিনী পিকেকে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এটিকে ‘প্রতিশোধ’ হিসেবে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের ছোড়া মাল্টি-ব্যারেল রকেট হামলায় সেনাবাহিনীর কোন সৈন্য হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য; ৩৫ বছরেরও বেশি সময় ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। মহিলা ও শিশু সহ ৪০ হাজার এর ও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় এ সন্ত্রাসী সংগঠনটিকে। ওয়াইপিজি হল সন্ত্রাসী গোষ্ঠীটির সিরিয়া শাখা।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











