বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

সশরীরে উপস্থিত হয়ে ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শন করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) তিনি দক্ষিণ তুরস্কের দুর্যোগপূর্ণ এ অঞ্চলগুলি পরিদর্শনে যান।

এসব অঞ্চল পরিদর্শনকালে তুরস্কের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “আগামী এক বছরে আমরা এই ১০ টি প্রদেশ পুনর্নির্মাণের পরিকল্পনা করেছি, যেমনটি আমরা পূর্ববর্তী ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া প্রদেশগুলিতে করেছিলাম।”

তিনি আরো বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের এসব শহরের হোটেলগুলিতে রাখার জন্য প্রস্তুত। পাশাপাশি তুরস্ক সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে ১০ হাজার তুর্কি লিরা প্রদান করবে৷

এর পূর্বে প্রেসিডেন্ট এরদোগান ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হওয়া ১০টি প্রদেশে ৩ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন।

উল্লেখ্য, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কে ৮ হাজার ৫৭৪ জন ও সিরিয়ায় ২ হাজার ৬৬২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৩৬ জন।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ