মঙ্গলবার, মে ১৩, ২০২৫

পরিবেশ যখন যেমন পুলিশ তখন তেমন : আইজিপি

spot_imgspot_img

পুলিশ মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ও জঙ্গিবাদসহ আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে যারা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করে তাদের কঠোর হাতে দমন করা হবে। পরিবেশ যখন যেমন পুলিশ তখন তেমন। বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে পুলিশ কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। তবে আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করলে পুলিশ কাউকে ছাড় দেবে না।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। বাংলাদেশ পুলিশ জানে আইনশৃঙ্খলা রক্ষায় কখন কী করতে হবে।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার পর আমরা সফলভাবে জঙ্গি তৎপরতা দমন করতে পেরেছি। নাশকতাকারীদের চেয়ে পুলিশ সব সময় একধাপ এগিয়ে। নাশকতাকারীরা যখন যে পরিকল্পনা করে এর আগেই আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তা অবগত হয়ে তা প্রতিহত করে থাকি। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মাদ আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img