জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাঁর নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) এর অন্তর্গত মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।
বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। কারণ, মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বগুণে সমগ্র বাংলাদেশের মতো পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি সকল উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য আহবান জানান।