শনিবার, মে ১৭, ২০২৫

তাজিকিস্তান সীমান্তে ৪০০০ দায়েস অবস্থান করছে: সিএসটিও

spot_imgspot_img

ইউরেশিয়ার ‘কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন’ বা যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) দাবি করেছে, আফগানিস্তানে দায়েসের বর্তমান সদস্য প্রায় ৬ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে দায়েসের খোরাসান শাখার ৪ হাজার সদস্য তাজিকিস্তান সীমান্তে অবস্থান করছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ‘সিএসটিও’ এর চিফ অব জয়েন্ট স্টাফ আনাতোলি সিডোরভ এ দাবি করেন।

তিনি বলেন, দায়েশের সদস্যদের বেশিরভাগই উত্তর বাদাখশান, কুন্দুজ ও তাখার প্রদেশে অবস্থান করছে। আমি মনে করি, এই গোষ্ঠী মধ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এর পূর্বে জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, কয়েক হাজার দায়েস সদস্য আফগানিস্তানে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

তবে আফগানিস্তান বরাবর এই ধরনের দাবি অস্বীকার করে বলেছে, ইমারাতে ইসলামিয়া দায়েসের সদস্যদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে ও তাদেরকে প্রতিহত করছে।

সূত্র: কেপি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img