প্রযুক্তিগত সমস্যার কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনা দূতাবাসের কনস্যুলার বিভাগটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে চীন।
চীনা দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি অস্থায়ীভাবে বন্ধ থাকবে।
এর পূর্বে, চীন সরকার পাকিস্তানে বসবাসরত চাইনিজ নাগরিকদের বর্তমান পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করেছে।
দূতাবাসের কর্মকর্তারা জানান, চীনা দূতাবাস তেহরিক-ই-তালেবানের (টিটিপি) কাছ থেকে ঘন ঘন হুমকি পেয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে গত বছরের ডিসেম্বর থেকে টিটিপির হামলা ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: কেপি