আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে বন্দুকধারীর গুলিতে ১ ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ জানান, ১ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের ইউনিট এখন শপিং মলে তল্লাশি চালাচ্ছে এবং সাক্ষ্য-প্রমাণ জোগাড় করছে।
জানা যায়, বুধবার টেক্সাসের সিয়েলো ভিস্তা মলে হামলার অভিযোগে অপর ১ ব্যক্তিকেও কারা হেফাজতে নেওয়া হয়েছে। হামলার নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। তদন্তের সুবিধার্থে পুলিশ এলাকাবাসীকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।