শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

উত্তর-পশ্চিম সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ভূমিকম্পে উত্তর-পশ্চিম সিরিয়ার ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে প্রয়োজনীয় মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরী বিভাগের পরিচালক মাইক রায়ান এ তথ্য জানান।

তিনি বলেন, এটা স্পষ্ট যে, এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন উত্তর-পশ্চিম সিরিয়া নিয়ে। এই বিরোধী-নিয়ন্ত্রিত অঞ্চলে মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ খুবই সামান্য রয়েছে।

তিনি আরও বলেন, এরকম সংঘাতপূর্ণ প্রেক্ষাপটে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রদান করা অনেক সময় প্রায় অসম্ভব।

উল্লেখ্য, ডব্লিউএইচও’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত উত্তর সিরিয়ার এলাকায় তুরস্কের সাথে সীমান্তের আরও গেট খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন সিরিয়ার শাসক বাশার আল আসাদকে। এ অনুরোধে আসাদ তুরস্ক থেকে সিরিয়ার দুটি সীমান্ত পয়েন্ট খুলে দিয়েছিল।

সূত্র: টিআরটি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ