আমেরিকার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই জিতবে না। যুদ্ধ বন্ধের একমাত্র উপায় কূটনৈতিক উপায়ে শান্তি চুক্তি করা। যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াইয়ের মাধ্যমে চূড়ান্ত জয় অর্জন সম্ভব নয়। কেননা ইউক্রেন যুদ্ধে সামরিক লড়াইয়ে কেউই জিতবে না।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্ক মিলি।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন মতে, সাক্ষাৎকারে মার্কিন জেনারেল বলেছেন, ইউক্রেনে সামরিক উপায়ে রাজনৈতিক স্বার্থ অর্জন রাশিয়ার পক্ষে অসম্ভব হয়ে যাবে। রাশিয়া ইউক্রেন দখল করে ফেলবে-এমনটাও সম্ভব নয়।
জেনারেল মিলি আরও বলেন, ইউক্রেনের পক্ষেও রাশিয়ার সেনাদের বিতাড়িত করা খুব খুব কঠিন হবে। কঠিন হবে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করাও। চলতি সপ্তাহের শুরুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর শেষে এই সাক্ষাৎকার দেন আমেরিকার শীর্ষ এ সেনা কর্মকর্তা।