বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে ভূমিকম্পের ১৩ দিনের মাথায় সমাপ্ত হলো উদ্ধার অভিযান

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযান শেষ হচ্ছে আজ। তবে, সিরিয়ায় এখনও চলছে ভূমিকম্প দুর্গতদের আহাজারি। প্রতিবেশী তুরস্ক ৭০টি দেশ থেকে উদ্ধারকর্মী এবং অন্যান্য সহায়তা পেলেও সিরিয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলের অনেকেই সামান্যতম খাবারও পায়নি। দুই দেশে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার ৫০০ জন।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ভূমিকম্প আঘাত হানার ১৩ দিনের মাথায় সমাপ্ত হচ্ছে ধ্বংস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধার অভিযান।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, সন্ধান ও উদ্ধার কাজ দেশের বেশিরভাগ প্রদেশে ইতোমধ্যে শেষ হয়েছে।

ভূমিকম্পে তুরস্কের আর্থিক ক্ষতি হয়েছে ২ হাজার ৫০০ কোটি ডলার। যা দেশটির জিডিপির ২ দশমিক ৫ শতাংশ। ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার চারটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ