তিন সপ্তাহ আগের প্রাণঘাতী এক ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে আবারও আঘাত হানে ভূমিকম্প। এই ভূমিকম্প অন্তত একজন নিহত ও আরও ৬৯ জন আহত হয়েছেন। কয়েকটি ভবনও ধসে গেছে বলে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে।
ইএমএসসি বলছে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদের প্রধান ইউনুস সেজার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন ভূমিকম্পে ধসে যাওয়া পাঁচটি ভবনে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলা হলেও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২।
এছাড়া পূর্বে এর গভীরতা বলা হয়েছিল ১০ কিলোমিটার কিন্তু রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ধসে পড়েছে।
সূত্র : রয়টার্স।











