বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা অব্যাহত রেখেছে পাকিস্তান

গত মাসে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা মারাত্মক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে পাকিস্তান। আজ বুধবার (১ মার্চ) করাচি সমুদ্র বন্দর থেকে একটি জাহাজ ভূমিকম্প বিধ্বস্ত দুটি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ জাহাজটিতে ১ হাজার টন ত্রাণ সামগ্রী রয়েছে যা আগামী ১৪ দিনের মধ্যে গন্তব্যে পৌঁছাবে।

পাকিস্তানের ‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)’ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এ সহায়তা প্যাকেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য শীতকালীন তাঁবু, কম্বল, শুকনো খাবার, ওষুধ ও জেনারেটর রয়েছে যেটি তুরস্কের জন্য। সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য রয়েছে শীতকালীন পোশাক।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে ২৭৫ টন ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে মোট ২১টি ট্রাক তুরষ্কে পৌঁছায়। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে এ পর্যন্ত ২০টি বিমান তুরষ্কে ত্রাণ সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছে।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ