বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকা থেকে যুদ্ধবিমান এফ-১৬ কিনবে না তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্সির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি পরিষদের সদস্য কার্গি ইরহান বলেছেন, তুরস্ক সম্ভবত আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে আসবে। দাম বেশি হওয়া এবং আধুনিক বিকল্প থাকায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে আংকারা।

স্পুৎনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি, ভূমিকম্পের পর এফ-১৬ কিনতে চাওয়া ছেড়ে দেবে তুরস্ক। কারণ এটি ২০ বিলিয়ন ডলার খরচের প্রকল্প।

তিনি আরও বলেন, তুরস্ক সরকার এফ-১৬ চেয়ে ভুল করেছে। (মার্কিন) কংগ্রেস এখনও কিছু অজুহাতে এটি দিতে অস্বীকার করছে। বিমানটি পুরনো এবং অন্যান্য বিমানের বিরুদ্ধে প্রতিযোগিতামূলকও নয়।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করতে পারবে না আমেরিকা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ