তুরস্কের সশস্ত্র বাহিনীর একটি সন্ত্রাসবিরোধী অভিযানে পিকেকে গোষ্ঠীর শীর্ষ সন্ত্রাসীসহ ৬ জন নিহত হয়েছে।
শনিবার (১১ মার্চ) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, তুরষ্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি অভিযানে ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু তিনজন সেনা কর্মকর্তা ও তাদের সামনে একটি হলুদ লাশবাহী ব্যাগের ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, তথাকথিত বোটান ফিল্ড অফিসার যার ছদ্মনাম লায়লা আমেদ, তিনি হলুদ ব্যাগে রয়েছেন।
এছাড়াও তিনি অভিযানে অংশগ্রহণ করা সশস্ত্র বাহিনীর সদস্য জেন্ডারমেকে অভিনন্দন জানান।
সূত্র: টিআরটি











