বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

দিনাজপুরে স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানখেত থেকে মিরাজুল ইসলাম (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ মার্চ) সকালে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েকজন পথচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মিরাজুল ওই উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর গরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে পালপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি বজলুর রশিদ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় রাত থেকেই পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। শিগগির জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিহতের বাবা জানান, রাত ৮টার দিকে মিরাজ বাজার করতে রানীরবন্দরে গিয়েছিল। রাত ১০টা পার হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় আমরা তাকে খুঁজতে শুরু করি। লোক মারফত জানতে রাস্তার পাশে একজনের গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি মিরাজের মরদেহ। পাশে তার বাইসাইকেলটিও পড়েছিল।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img