বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে প্রলয়ংকরী বন্যায় নিহত অন্তত ৫

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। এতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠান।

বুধবার (১৫ মার্চ) সকালে তোকাত প্রদেশের গভর্নর নুমান হাতিপোলু জানান, বন্যায় সেখানে একজন মারা গেছেন। আদিয়ামানের টুট জেলায় চারজন নিখোঁজ রয়েছে।

তুরস্কের আবহাওয়া দপ্তরের (টিএসএমএস) পূর্বাভাসে ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সম্ভাব্য অতিবর্ষণে দুর্ভোগের আশঙ্কা থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, মালত্য, কাহরামানমারাস, মারদিন, সিভাস, সানলিউরফা ও কিলিস প্রদেশ।

বৃষ্টির কারণে এসব অঞ্চলে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতি আরও কিছু দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মাসের ভূমিকম্পে এ এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ