বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভূমিকম্পে সহায়তা করায় ‘তুর্কিক ওয়ার্ল্ড’কে ধন্যবাদ জানালেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ভূমিকম্পে তুরস্কের সহায়তায় সর্বপ্রথম এগিয়ে এসেছে ‘তুর্কিক ওয়ার্ল্ড’ অর্থাৎ আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও কিরগিজস্তান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্টের বাসভবনে ‘অরগানাইজেশন অব তুর্কিক স্টেটস’-এর সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, আমরা আন্তর্জাতিক সহায়তা চাওয়ার সঙ্গে সঙ্গে এ দেশগুলো (আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান) সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তুর্কি জাতি এ সহায়তার কথা কখনো ভুলবে না।

এরদোগান আরও বলেন, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দেশগুলো উদ্ধার অভিযান পরিচালনার জন্য দলে দলে উদ্ধারকর্মী পাঠিয়েছে। এজন্য এ দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি।

‘অরগানাইজেশন অব তুর্কিক স্টেটস’-এর এবারের সম্মেলনের মূল থিম ‘জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা’। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন দেশগুলোর নেতারা। তুরস্ক, আজারবাইজান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান নিয়ে গঠিত ‘অরগানাইজেশন অব তুর্কিক স্টেটস’।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্কের প্রায় ১১টি প্রদেশ। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক কোটি ৩৫ লাখ মানুষ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ