বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিনল্যান্ডকে ন্যাটো সদস্য পদে অনুমোদনের ঘোষণা দিয়েছেন এরদোগান

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর
গত মে মাসে ফিনল্যান্ড ও সুইডেন আনুষ্ঠানিকভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দেয়ার আবেদন করে। কিন্তু এর বিরোধিতা করেছিল তুরস্ক ও হাঙ্গেরি।
তবে এবার ফিনল্যান্ডকে ন্যাটোয় অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। উভয়েই একই সঙ্গে আবেদন করলেও সুইডেনকে অনুমোদন দেওয়া থেকে এখনো বিরত রয়েছে তুরস্ক।

গতকাল শুক্রবার (১৭ মার্চ) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট শাওলি নিনিস্তর সাথে এক বৈঠকের পর এ ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ” ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আমারা পার্লামেন্টে প্রটোকল (নিয়ম কানুনের সমষ্টি) শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের অনুমোদন প্রক্রিয়া শুরু হলেও দুঃসংবাদ রয়েছে সুইডেনের জন্য।

এরদোগান বলেছেন, সন্দেহভাজন ১২০ জন সন্ত্রাসীকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে সুইডেন। এ জন্য সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার
অনুমোদন আপাতত দেওয়া হবে না।

১০ মাস পূর্বে সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্কের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তি ফিনল্যান্ড মেনে নিলেও তা মানতে রাজি হয়নি সুইডেন। চুক্তি অনুযায়ী উভয় দেশে বসবাসরত সন্ত্রাসীদের ফেরত দেওয়াসহ বিভিন্ন শর্ত দিয়েছিল তুরস্ক।

এ বিষয়ে এরদোগান বলেন, “ত্রিপাক্ষীয় চুক্তি অনুযায়ী ফিনল্যান্ড কার্যকর ও সততার পরিচয় দিয়েছে।”

উল্লেখ্য, ন্যাটো জোটে নতুন কোন দেশকে অন্তর্ভুক্ত হতে হলে জোটের ৩০ জন সদস্যকেই একমত হতে হবে। অর্থাৎ প্রতিটি দেশেরই এ ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ