মাহবুবুল মান্নান
সামাজিক ও সেবামূলক সংগঠন মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭এপ্রিল) নগরীর লাভলেইনস্ত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক আজম খানের সঞ্চালনায় ও পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওসমান গনীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৎস্য বিজ্ঞানী প্রফেসর ড. মুহাম্মাদ আলী আজাদী।
এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সম্পাদক মাহফুজুল ইসলাম ও সূচনা উপস্থাপনা করেন পরিষদের প্রচার সম্পাদক হারূন উর রশিদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য নুরুল আলম, নাজিম উদ্দীন,নাসির উল্লাহ ও জয়নাল আবেদীন।
মানবকল্যাণ পরিষদের সংক্ষিপ্ত ইতিহাস ওন চলমান কার্যাবলী তুলে ধরেন ডা.সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান।
এ সময় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অফথোমোলজি সোসাইটির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চক্ষু গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ডা.এম.এ. মতিন গোল্ড মেডেল ২০২৩ অর্জন করায় মানবকল্যাণ পরিষদের ট্রেজারার ডা.সৈয়দ আসিফুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে মাস্টার নুরুল হুদার দু’আ ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।