ভারতের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামার চ্যান্সেলর ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা রাবে হাসান নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (১৩ এপ্রিল) উত্তর প্রদেশের লখনৌতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৪ বছর।
মাওলানা রাবে হাসান নদভী আলমি রাবেতা আদাব-ই-ইসলামির সহ-সভাপতি ও মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
এছাড়াও তিনি লখনৌয়ের মজলিসে তাহকীকাত ও নশারিয়তে ইসলাম, উত্তর প্রদেশের দ্বীনি তালিমি কাউন্সিল এবং দারে আরাফাত রায়বেরেলির সভাপতি ছিলেন।
ভারতের আজমগড়ে অবস্থিত ট্রাস্টি অফ অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের দারুল মুসান্নিফের সদস্যও ছিলেন তিনি।
আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত পয়ামে ইনসানিয়াত এবং ইসলামি ফিকহ একাডেমির পৃষ্ঠপোষকও ছিলেন মাওলানা রাবে হাসান নদভী।
মাওলানা রাবে হাসান নদভী ১৯২৯ সালের ১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের রায়বারেলি তাকিয়া কালানে রিদ আহমদ হাসানীর পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন বিখ্যাত আলেমে দ্বীন সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর ভাতিজা।
মাওলানা রাবে হাসান নদভী রায়বারেলীতে তার পারিবারিক মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে দারুল- উলূম নাদওয়াতুল উলামা থেকে উচ্চশিক্ষা সমাপ্ত করেন।
মাওলানা রাবে হাসান নদভী ১৯৫২ সালে লখনউয়ের নাদওয়াতুল উলামায় সহকারী অধ্যাপক, ১৯৫৫ সালে এর আরবি বিভাগের প্রধান এবং ১৯৭০ সালে আরবি অনুষদের ডিন হন।
তিনি ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত নাদওয়াতুল উলামার প্রিন্সিপ্যাল ছিলেন। ২০০০ সালে তিনি চ্যান্সেলরের দায়িত্বে আসেন।











