দেশে বইছে মাত্রাতিরিক্ত তাপমাত্রা। এই অবস্থায় বৃষ্টির জন্য অনেকেই নিজ এলাকায় আয়োজন করছে সালাতুল ইস্তিসকার নামাজের। তারই ধারাবাহিকতায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার সালাত আদায় করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকাবাসী।
আজ রোববার (১৭ এপ্রিল) খোলা আকাশের নিচে উত্তপ্ত রোদে দুই রাকাত সালাত আদায় করে খুতবা ও মোনাজাতে সবাই বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।
নামাজে অংশগ্রহণ করা এক মুসুল্লি জানান, আলহামদুলিল্লাহ, আমরা মিরপুর ডিওএইচএস-বাসী যোহরের সালাতের পর বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি। আমার এই সালাত আদায়ের প্রথম অভিজ্ঞতা এটি। আল্লাহ তা’আলা খুব শীঘ্রই রহমতের বৃষ্টি বর্ষণ করবেন।
অন্য এক মুসল্লি বলেন, অচিরেই ভীষণ এই অনলবর্ষী রোদ্দুরে এক পশলা বৃষ্টি নেমে স্বস্তির হাওয়া বইবে। জমিন শীতল হবে। রহমতের বারিবর্ষণে প্রশান্ত ও সিক্ত হবে ওষ্ঠাগত প্রাণ। স্নাত ও আর্দ্য-মেদুর হবে বিষিয়ে ওঠা আবহ-প্রকৃতি। জনমানব উদ্বেলিত হবে আনন্দ-উচ্ছ্বাসে।