বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

রশিদ আল ঘানুশীর গ্রেফতারের ঘটনাকে আমরা ভালো চোখে দেখছি না : এরদোগান

তিউনিসিয়ার সাবেক স্পিকার ও আন নাহদা প্রধান রশিদ আল ঘানুশীর গ্রেফতারের বিষয়ে তুরস্কের অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মঙ্গলবার (১৭ এপ্রিল) এক সাক্ষাতকারে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, “শুনেছি আন নাহদা পার্টির প্রধান আমার ভাই ঘানুশী গ্রেফতার হয়েছে। তিউনিসিয়ার সরকার তাকে গ্রেফতার করেছে। আমরা ফোনে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। তবে আমরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবো। যোগাযোগ হলে আমরা তাদের জানিয়ে দিবো যে, আমরা এই গ্রেফতারকে ভালো চোখে দেখছি না।”

উল্লেখ্য, গত সোমবার (১৭ এপ্রিল) গভীর রাতে ইসলামপন্থী নেতা ঘানুশীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী।

জিজ্ঞাসাবাদের জন্য তাকে উয়াইনা ন্যাশনাল গার্ড সামরিক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় তার রাজনৈতিক দল আন নাহদা।

সূত্র: টিআরটি আরাবি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ