বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

সংস্কারের পর উন্মুক্ত করে দেয়া হলো ঐতিহাসিক সুলতান আহমদ মসজিদ

সংস্কারের পর উন্মুক্ত করে দেয়া হলো ঐতিহাসিক সুলতান আহমদ মসজিদ। শুক্রবার (২১ এপ্রিল) তুরস্কে ঈদের দিনে ‘ব্লু মস্ক’ খ্যাত এই মসজিদটি সকলের জন্য উন্মুক্ত করে দেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

উন্মুক্ত কালে এরদোগান মসজিদটিকে ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর অন্যতম বলে উল্লেখ করেন।

ঐতিহাসিক মসজিদ রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্বে থাকা ডিরেক্টরেট ফাউন্ডেশনের ব্যবস্থাপক খায়রুল্লাহ জালেবী সাংবাদিকদের জানান, “আমরা সংস্কার কিংবা মেরামতের সময় মসজিদকে যথাসম্ভব মুসল্লী ও দর্শনার্থীদের জন্য খোলা রাখার নীতি ও নিরাপত্তা ব্যবস্থা নীতি অনুসরণ করে কাজ করি, যাতে কোনো মুসল্লী চাইলে এসময় নামাজও পড়তে পারেন।”

মসজিদটি পুরোদমে নিরাপদ ও সকলের জন্য উন্মুক্ত করে দিতে ৫ মাসের সংক্ষিপ্ত বিরতি ছাড়া গত ৫ বছর অবিরাম করে গিয়েছে ডিরেক্টরেট ফাউন্ডেশন।

উল্লেখ্য, (১ম) ‘ব্লু মস্ক’ খ্যাত মসজিদটি ১৬০৯-১৬১৬ সালে তৎকালীন উসমানী সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সুলতান, সুলতান প্রথম আহমদ এর নির্দেশে নির্মিত হয়। তাই মসজিদটি ‘সুলতান আহমদ জামে’ নামেই সমধিক প্রসিদ্ধ।

এটি ৬ মিনার বিশিষ্ট তুরস্কের একমাত্র জামে মসজিদ। দৃষ্টিনন্দন নীল, সবুজ ও সাদা পাথরের কারুকার্য খচিত হওয়ায় ইউরোপীয়রা এটিকে ‘ব্লু মস্ক’ নামে ডেকে থাকে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ