মুসলিমদের সবচেয়ে আনন্দের দিন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২২ এপ্রিল) টেলিফোন কথোপকথনে এ শুভেচ্ছা বিনিময় করেন উভয়ে।
এসময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের সরকার ও জনগণকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।
প্রেসিডেন্ট এরদোগান উষ্ণভাবে পাক প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা গ্রহণ করেন ও পাকিস্তানের জনগণের প্রতি তার বিশেষ ভ্রাতৃত্ববোধ ও স্নেহ প্রকাশ করেন।
এ টেলিফোন কথোপকথনে তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করেন শাহবাজ শরিফ। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন প্রক্রিয়ায় তুরস্কের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রেসিডেন্ট এরদোগান ভয়াবহ ভূমিকম্পে তাদের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান।
এছাড়াও তুরস্কের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা আনন্দের সাথেই গ্রহণ করেছেন।
সূত্র: দুনিয়া নিউজ











