বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি হস্তান্তর করলেন এরদোগান

গত ফেব্রুয়ারিতে তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। এসব গৃহহীন মানুষদের জন্য তৈরি নতুন বাড়ি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে সরকার। ইতিমধ্যে ১০ টি নবনির্মিত বাড়ি হস্তান্তর করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

শনিবার (২২ এপ্রিল) তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশে এসব বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন এরদোগান।

এসময় তিনি বলেন, “আমরা এ প্রদেশে ১ লাখ ৫ হাজারেরও বেশি ঘর নির্মাণ শুরু করেছি। যার মধ্যে প্রায় অর্ধেকের ভিত্তিপ্রস্তর নির্মাণের কাজ শেষ হয়েছে।”

প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া অঞ্চল গুলিতে আমরা সর্বমোট ৬ লাখ ৫০ হাজার নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করা হচ্ছে আগামী এক বছরের মধ্যে ৩ লাখ ১৯ হাজার বাড়ি জনগণের মাঝে হস্তান্তর করা হবে।”

তিনি আরো বলেন, “আমাদের পরিকল্পনা শুধুমাত্র ঘরবাড়ি নির্মাণের উপরেই দৃষ্টিনিবদ্ধ নয়। এসবের পাশাপাশি স্কুল-কলেজ, স্বাস্থ্য কেন্দ্র, বাজার ও পার্ক নির্মাণ করা হবে।”

তিনি বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যে ইস্তাম্বুলে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে।”

এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকদের মাঝে ঋণ প্রদানের ও আশ্বাস দেন প্রেসিডেন্ট এরদোগান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ