বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

টিভি সাক্ষাৎকার চলা অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন এরদোগান

শারীরিক অসুস্থতায় ভুগছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। অসুস্থতার কারণে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেছেন তিনি। আগামী ১৪ মে তুরস্কে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন।

নির্বাচনকে উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন ৬৯ বছর বয়সী এরদোগান।

মঙ্গলবার একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এরদোগান। অনুষ্ঠান শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় হঠাৎ করে বিজ্ঞাপনে চলে যায় টিভি চ্যানেলটি। এর ১৫ মিনিট পর প্রেসিডেন্ট এরদোগান আবারও টিভির পর্দায় ফিরে আসেন এবং তিনি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘গতকাল এবং আজ অনেক কঠিন পরিশ্রম হয়েছে। এ কারণে পাকস্থলীর ফ্লুতে আক্রান্ত হয়েছি। আমি আপনার এবং দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি।’

ওই সময় এরদোয়ানের চেহারাটা কিছুটা বিষন্ন এবং মলিন দেখা যাচ্ছিল। তিনি দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার কিছুক্ষণ পরেই সাক্ষাৎকার অনুষ্ঠানটি শেষ করে দেওয়া হয়।

এরপর বুধবার কেন্দ্রীয় আনাতোলিয়ান প্রদেশে তিনটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন বাতিল করেন এরদোয়ান। তার বদলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতে ওই ক্যাম্পেইনগুলোতে যোগ দেন।

পরবর্তীতে এরদোগান জানান, বুধবার সারাদিন বিশ্রাম নেবেন এবং বৃহস্পতিবার আবারও নিজের স্বাভাবিক কাজকর্ম শুরু করবেন।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ