শনিবার, মে ১০, ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেই সুদানে তুরস্কের উদ্ধারকারী বিমানে গুলি; দায় নিচ্ছে না কোন পক্ষ

spot_imgspot_img

সুদানের রাজধানী খার্তুমের বাইরের একটি বিমানঘাঁটিতে তুরস্কের একটি উদ্ধারকারী বিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

আজ (২৭ এপ্রিল) শুক্রবার এই ঘটনা ঘতে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, গুলির ঘটনায় কেউ হতাহত হননি এবং বিমানটি ওয়াদি সিদনাতে নিরাপদে অবতরণ করেছে। সেখানে এটিকে পরীক্ষা ও মেরামত করা হচ্ছে।

সুদানের সেনাবাহিনীিএ ঘটনায় প্রতিপক্ষ আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করছে।

তবে আরএসএফ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা যুদ্ধবিরতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে যুদ্ধবিরতি আরও ৩ দিনের জন্য বাড়ানোর জন্য সম্মত হয় তারা।

১৪ দিন আগে সুদানে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে শত শত মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে বাধ্য হয়েছে। এতে রাজধানী এবং এর আশেপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ খাদ্য, পানি এবং জ্বালানি সরবরাহ ছাড়া কোনোমতে দিন কাটাচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img