বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু; উদ্বোধন করলেন এরদোগান ও পুতিন

তুরস্ক সরকার দেশটিতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করেছে। এ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে সহযোগিতা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।

তুরস্কের আনাতোলি অঞ্চলের ‘আক্কুইউ’ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন স্থাপনাটি গতকাল (বৃহস্পতিবার) উদ্বোধন করা হয়।

ভিডিও লিঙ্কের মাধ্যমে এতে যোগ দেন এরদোগান ও পুতিন। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পারমাণবিক জ্বালানি কোম্পানি রোসাটম এই স্থাপনাটি নির্মাণ করেছে।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিন তুরস্কের ‘আক্কুইউ’ স্থাপনাকে ‘বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক প্রজেক্ট’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, এই স্থাপনা থেকে পূর্ণ উদ্যোমে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে রাশিয়ার প্রাকৃতিক জ্বালানীর ওপর তুরস্কের নির্ভরশীলতা কমে আসবে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ