কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত রাব্বি হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (১২ মে) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কম্পানি কমান্ডার মেজর মুহাম্মাদ সাকিব হোসেন এই তথ্য জানান।
বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি রাব্বির বাড়ির একটি কক্ষে থাকা চালের ড্রামের নিচ থেকে উদ্ধার করা হয়।
রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকার মুহাম্মাদ শাহজাহানের ছেলে। এ ঘটনায় নিহত কাজী মারুফ হোসেন (১৯) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজুল ইসলাম ছেলে।
মারুফ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত রাব্বি হোসেনও ওই ফিলিং স্টেশনের কর্মচারী। বুধবার (১০ মে) সকালে ওই ফিলিং স্টেশনের ভেতরেই মারুফকে খুন করে পালিয়ে যান রাব্বি।
মেজর মুহাম্মাদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত রাব্বিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মারুফ ও রাব্বি গত প্রায় তিন মাস আগে উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে ফিলিং স্টেশনে নজেলম্যান হিসেবে চাকরিতে যোগ দেন। শিফট অনুযায়ী গত ৯ মে রাত ৮টা থেকে ১০ মে সকাল ৭টা ৫৫ পর্যন্ত মারুফের ডিউটি ছিল। ডিউটি শেষে সহকর্মী রাব্বিকে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। তখন মারুফের ডিউটির সময় বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ দাবি করেন রাব্বি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি হঠাৎ অফিস কক্ষে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে ঘটনাস্থলে আসে। বেঞ্চের ওপর বসে থাকা অবস্থায় মারুফের বুকে ও গলায় পরপর ছুরিকাঘাত করেন তিনি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে চলে যান। পরে পলাতক থাকা অবস্থায় রাব্বিকে বৃহস্পতিবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে গ্রেপ্তার করে র্যাব।