জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা জানিয়েছেন, স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগসহ সব খাতে আফগানিস্তানের প্রতি জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে। আফগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মাওলানা আবদুল ওয়াসির সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
আফগান প্রধানমন্ত্রীর কার্যালয় আর্গ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দ্রুত সমন্বয় ও বিতরণের ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়ার পদক্ষেপের প্রশংসা করেছেন ওতুনবায়েভা।
বিবৃতিতে আরও বলা হয়, ওতুনবায়েভা ব্যক্তিগতভাবে পূর্ব আফগানিস্তানের ভূমিকম্পকবলিত এলাকাগুলোতে ভ্রমণ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতিসংঘ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করেছেন। তিনি ইমারাতে ইসলামিয়াকে জাতিসংঘের দপ্তরগুলোর চুক্তি নবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।
সাক্ষাতে মাওলানা ওয়াসি আফগানিস্তানে ওতুনবায়েভার মিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা জনগণের সমস্যাগুলো সমাধানে ধারাবাহিকভাবে কাজ করছেন। তিনি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসা বন্ধুসুলভ দেশসমূহ, দাতব্য সংস্থা, ব্যবসায়ী ও মানবদরদী নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারি।” একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ওতুনবায়েভার প্রস্তাবনাগুলো তিনি ইমারাতে ইসলামিয়ার নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন।
সূত্র : অ্যারিয়ানা নিউজ