আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন।
প্রেসিডেন্ট পদে শুরুতে ৪জন প্রার্থী থাকলেও গত বৃহস্পতিবার (১১ মে) রহস্যজনকভাবে কাউকে সমর্থন না দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন লড়াইয়ে ৩য় অবস্থানে থাকা হোমল্যান্ড পার্টির মুহাররম ইনচে।
তবে আজকের নির্বাচনে তিনিও অন্যান্য তুর্কি নাগরিকের মতো রাজধানী আঙ্কারায় তার নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসেন। তিনি তার বন্ধু ফিদেল ওকানের সাথে ভোট দিতে গিয়েছিলেন।
ভোট দিয়ে আসার পর ফিদেল ওকান তার বন্ধু ও প্রেসিডেন্ট নির্বাচনে ৩য় অবস্থানে থাকা মুহাররম ইনচের মন্তব্য তার টুইটার একাউন্ট থেকে প্রকাশ করেন।
তিনি বলেন, “আমি আজ আমার বন্ধু ও সমর্থকদের ভোট দিয়ে এসেছি যাতে কিলিচদার ওগলু আজকের পর থেকে তার নাতী-নাতনীর সাথে রাজনৈতিক চাপমুক্ত নিশ্চিন্ত জীবন কাটাতে পারে।”
এছাড়া কামাল আতাতুর্কের কট্টর সেক্যুলারবাদে বিশ্বাসী নেতা কামাল কিলিচদার ওগলুও আঙ্কারায় তার স্বস্ত্রীক ভোট দেন।
এসময় কামাল কিলিচদার বলেন, “আমরা গণতন্ত্রের শূন্যতা অনুভব করছি; শূন্যতা অনুভব করছি একাত্মতার। আপনারা আজকের পর আবার বসন্তের আগমন দেখবেন। আর সেই বসন্ত সর্বদা বহাল থাকবে।”
আর অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. সিনান ওগান তিনিও রাজধানী আঙ্কারায় তার ভোট প্রদান করেন। ভোট প্রদানের পর তিনি বলেছিলেন, “আমি আমাদের নাগরিকদের বলতে চাই, দয়া করে আপনারা ভোট কেন্দ্রে যান এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আসুন একটি শান্তশিষ্ট নির্বাচনী দিন উপভোগ করি। আজকের দিনটি সকলে একসাথে কাটাই। ”
তুরস্কের এবারের নির্বাচন যার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যার মুন্সিয়ানায় তুরস্ক ও পুরো মুসলিম বিশ্ব আবার বিশ্ব নেতৃত্বের স্বপ্ন দেখতে শুরু করেছে সেই প্রভাবশালী ব্যক্তিত্ব রজব তাইয়েব এরদোগান ঐতিহাসিক বসফরাস প্রণালির তীর ঘেষা ইস্তাম্বুলের উস্কুদারের একটি কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন।
এসময় এরদোগানের সাথে ছিলেন স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান।
ভোট দেওয়ার পর এরদোগান বলেন, “তুরস্ক জুড়ে নির্বিঘ্নে ভোট চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা যাতে সুস্থ ও নিরাপদ ভাবে আজকের ভোটে অংশগ্রহণ গ্রহণ করতে পারে তা খুব গুরুত্বপূর্ণ ছিলো।
ওই এলাকাগুলোতেও সুষ্ঠভাবে ভোট গ্রহণের যথাযথ ব্যবস্থা নিয়েছে সর্বোচ্চ নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভাবেই তারা আজকের ভোটে অংশগ্রহণ করছেন। এছাড়া তুরস্কের সামর্থ্যের জানান দিতে ভোটের জন্য সকলের উঠে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, আজকের দিনটি তুরস্কের গণতন্ত্রের জন্য ভালো দিন বয়ে আনবে বলে আশাকরি। আরো আশাকরি পুরো দিনটি শান্তিপূর্ণ থাকবে। ”
সূত্র: আল জাজিরা











