বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে ২য় দফার প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানকে সমর্থন দেবে হুদা পার্টি

প্রেসিডেন্ট নির্ধারণী ২য় দফার নির্বাচনে এরদোগানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে হুদা পার্টি বা এইচডিপি।

মঙ্গলবার (১৬ মে) দলটির প্রেসিডেন্ট ইয়াবচি ওগলু ১দফার নির্বাচনের মতো ২য় দফাতেও এরদোগানকে সমর্থনের ঘোষণা দেন।

সুন্নি কুর্দিশদের এই রাজনৈতিক দলের প্রধান জানান, একে পার্টির সমর্থন নিয়ে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের প্রত্যেক সদস্য জয়লাভ করেছে।

১ম দফার নির্বাচনের মতো ২৮ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া তুরস্কের ইতিহাসের প্রথম রান অফ নির্বাচনেও আমরা এরদোগানকে সমর্থন দিয়ে যাবো, যাতে নির্বাচনে তিনি জয়ী হোন।

উল্লেখ্য; রোববার (১৪ মে) তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিকে দ্বিতীয় দফার নির্বাচনের দিকে যেতে হচ্ছে।

শতভাগ ব্যালট গণনার পর রজব তাইয়েব এরদোগানকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর সেক্যুলারবাদী কামাল কিলিচদার ওগলুর থেকে ৪.৬৩ শতাংশ ভোটে এগিয়ে থাকতে দেখা যায়।

প্রেসিডেন্ট হিসেবে এরদোগানের পক্ষে ভোট আসে ৪৯.৫১ শতাংশ। আর কিলিচদার ওগলুর পক্ষে আসে ৪৪.৮৮ শতাংশ।

যেহেতু নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পেয়ে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেনি তাই প্রেসিডেন্ট নির্ধারণী নির্বাচন রান অফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে। তুরস্কের নির্বাচনী আইনে প্রেসিডেন্ট রানঅফ রাউন্ড মূল নির্বাচনের ১৫ দিনের মাথায় আয়োজনের বিধান রয়েছে। সেই মোতাবেক আগামী ২৮ মে রবিবার তা আয়োজন করতে যাচ্ছে দেশটির সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ।

জানা যায়, দেশটির গত ১০০ বছরের ইতিহাসে এ প্রথম প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় বা রানঅফ রাউন্ডে গড়াচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে না পারলেও পার্লামেন্ট নির্বাচনে কিন্তু ঠিকই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এরদোগানের দল একে পার্টি ও তার নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্স।

পার্লামেন্টারি ৬০০ আসনের মধ্যে ৩২৩টি আসনে জয়লাভ করে তারা। এর মধ্যে আবার একে পার্টি একাই ২৬৭টি আসনে জয়ী হয়।

অপরদিকে কামাল কিলিচদার ওগলুর নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্স মাত্র ২১১টি আসনে জয়লাভ করে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ