বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের আদানায় ৪.৯ মাত্রার ভূমিকম্প

আবার মাঝারি আকারের ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। তবে এই ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

রবিবার (২১ মে) আদানায় এই ভূমিকম্পের ঘটনা ঘটে। তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, দক্ষিণাঞ্চলীয় আদানার সাইম্বিলিতে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিলো ৪.৯ রিখটার স্কেল।

উল্লেখ্য; গত ৬ ফেব্রুয়ারী তুরস্কের মোট ১১টি প্রদেশ ৭.৭ এবং ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই দুই বার কেঁপে উঠে। এতে তুরস্কে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ এবং পাশাপাশি উত্তর সিরিয়াতেও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ।

এটি ছিলো তুরস্কের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। শক্তিশালী এই দুটি ভূমিকম্পের পর আরো কয়েকবার দেশটির বিভিন্ন জায়গায় মাঝারি আকারের ভূমিকম্প এখন নিয়মিত ঘটে চলেছে।

আগামী ২৮ মে তুরস্কের ২য় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার অপেক্ষায় থাকা মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব রজব তাইয়েব এরদোগান এমন শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া অঞ্চলগুলো পুনর্গঠন, আহতদের চিকিৎসা ও নিহতদের বিশেষ সহায়তা প্রদানে অভাবনীয় দক্ষতা প্রদর্শন করেন।

অল্প সময়ের মধ্যেই তিনি হাজার হাজার বাড়ি নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের হাতে বুঝিয়ে দেন। উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেন। এছাড়া আরো অনেক হাসপাতাল ও বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে যার কাজ অতিদ্রুত সম্পন্ন হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ