শুক্রবার, মে ৯, ২০২৫

হবিগঞ্জে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

spot_imgspot_img

হবিগঞ্জের লাখাইয়ে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। বিষয়টি জানিয়েছেন লাখাই থানার ওসি সাইদুল ইসলাম।

জানা যায়, জেলার লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামের আব্দুল আজিজ ও আকরাম আলীর সমর্থদের মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আজ দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img