মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হলো তাদের আগ্রাসন ও দখলদারিত্বকে বৈধতা দেওয়া।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অনেক মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশগুলোও ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সীমিত বা ছিন্ন করছে। ইসরাইল সরকারের সঙ্গে অর্থনৈতিক ও ক্রীড়া সম্পর্ক বন্ধ করার লক্ষ্যে ইউরোপে ক্রমবর্ধমান প্রচারণার কথাও তুলে ধরেন তিনি।
এছাড়া ইসরাইলের অপরাধ এবং যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান বাকাই।