শনিবার | ১ নভেম্বর | ২০২৫

এরদোগানের বিজয় উদযাপন করছে কাতারের জনগণ

আনন্দ মিছিল, সুউচ্চ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এরদোগান-তুর্কি পতাকার লাইটিং চিত্র ফুটিয়ে তুলে এরদোগানের বিজয় উদযাপিত হলো কাতারে।

রবিবার (২৮ মে) প্রেসিডেন্ট পদের চূড়ান্ত নির্বাচনে এরদোগানের বিজয় নিশ্চিত হলে অন্যান্য দেশের পাশাপাশি কাতারেও আনন্দের বন্যা বয়ে গেছে।

শত শত গাড়ি তুর্কি ও ফিলিস্তিনি পতাকা বহন করে হর্ন দিতে দিতে রাজধানী দোহার প্রধান প্রধান সড়কগুলোতে ঘুরে বেড়িয়ে এরদোগানের বিজয়ে আনন্দ প্রকাশ করে।

এছাড়া শিশু ও তরুণরা স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় রাস্তায় এরদোগানের জয়ধ্বনি নিয়ে মিছিল বের করে। সুউচ্চ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লাইটিংয়ের মাধ্যমে এরদোগান ও তুরস্কের পতাকার চিত্র ফুটিয়ে তুলা হয়।

এদিকে এরদোগানের বিজয় যখন একপ্রকার নিশ্চিত হয়ে যায় তখনই কাতারের আমির তামিম বিন হাম্মাদ আস সানী সর্বপ্রথম এরদোগানের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন।

তিনি তার টুইট বার্তায় লিখেছিলেন, “ প্রিয় ভাই রজব তাইয়েব এরদোগান জয়ী হওয়ায় আপনাকে মুবারকবাদ জানাই। আপনার নতুন নেতৃত্বের সফলতা কামনা করি। আশাকরি আপনার নতুন মেয়াদের নেতৃত্বকালে আমাদের তুর্কি ভাইদের উন্নতি ও সমৃদ্ধির যে আকাঙ্খা রয়েছে তা আপনি বাস্তবায়ন করবেন। উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে আমাদের দু’দেশের মাঝে যে শক্তিশালী সম্পর্ক আছে তা আরো বৃদ্ধি পাবে।”

সূত্র: আল জাজিরা মুবাশির

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img