বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সাভারে জাল সার্টিফিকেট তৈরি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব

ঢাকার সাভারে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে একটি কম্পিউটার, মোবাইল, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জাল সার্টিফিকেটসহ রিয়াদকে আটক করা হয়। সে দীর্ঘ দিন ধরে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় করে আসছিল।

আটক রিয়াদ হোসেন মিঠু (৩২) সাভারের মৃত বারেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img