বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের নির্বাচন: স্পিকারের নিকট হস্তান্তর করা হলো সম্পূর্ণ ফলাফল ও বিজয়ী প্রেসিডেন্টের সনদ

তুর্কি পার্লামেন্টের স্পিকার মোস্তফা শানতুবের নিকট নির্বাচনের সম্পূর্ণ ফলাফল ও বিজয়ী প্রেসিডেন্টের সনদ হস্তান্তর করলো তুর্কি সুপ্রিম ইলেকশন কাউন্সিল (টিএসইসি)।

গতকাল বৃহস্পতিবার (১ জুন) আঙ্কারার পার্লামেন্ট ভবনে কাউন্সিলের প্রধান আহমদ ইয়েনার তুর্কি স্পিকারের হাতে নির্বাচনী ফলাফল ও এরদোগানের বিজয়ের সনদ হস্তান্তর করেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশ করে দেশটির সর্বোচ্চ নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে আহমদ ইয়েনার বলেছিলেন, ২য় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনের শতভাগ ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থী রজব তাইয়েব এরদোগান পেয়েছেন ৫২.১৮ শতাংশ ভোট। আর তার পরাজিত প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদার ওগলু পেয়েছেন ৪৭.৮২ শতাংশ ভোট।

তিনি আরো বলেন, তুরস্কের ইতিহাসের প্রথমবারের ২য় রাউন্ড নির্বাচনে দেশে-বিদেশে মোট ৮৪.১৫ শতাংশ বা ৫৪ মিলিয়ন ২৩ হাজার ৬০১ জন ভোটার অংশগ্রহণ করেছে। তন্মধ্যে ৫২.১৮ শতাংশ অনুপাতে এরদোগানের পক্ষে মোট ভোট আসে ২৭ মিলিয়ন ৮৪৩ হাজার ৫৮৯ টি। আর ৪৭.৮৭ শতাংশ অনুপাতে কিলিচদারের পক্ষে ভোট আসে ২৫ মিলিয়ন ৫০৪ হাজার ৭২৪টি।

প্রাপ্ত ফলাফল ও তা মূল্যায়নের পর তুর্কি সুপ্রিম ইলেকশন কাউন্সিলের নিকট এটা প্রমাণিত হয়েছে যে, নতুন মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট পদে বিজয়ী প্রার্থী হলেন রজব তাইয়েব এরদোগান।

ইতিমধ্যেই সম্পূর্ণ ফলাফল ও নির্বাচন সংশ্লিষ্ট জরুরী তথ্য প্রেসে পাঠানো হয়েছে। দ্রুত গেজেট আকারে তা প্রকাশ করা হবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ