শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতের হায়দ্রাবাদে হিজাব পরায় কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি শিক্ষার্থীদের

ভারতের হায়দ্রাবাদের একটি কলেজে হিজাব পরে আসায় ছাত্রীদের প্রবেশের অনুমতি দেয়নি কতৃপক্ষ। এছাড়াও পুনরায় হিজাব পরে আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক হিজাব ত্যাগ করতে হবে বলেও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) হায়দ্রাবাদের ‘রাঙ্গা রেড্ডি ডিগ্রি উইমেন কলেজে’ এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, কলেজে প্রবেশের জন্য কর্তৃপক্ষ তাদের হিজাব খুলতে আদেশ প্রদান করে। তবে তারা তা অস্বীকার করলে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তবে ৩০ মিনিট পর হিজাব ত্যাগের মাধ্যমে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ মাহমুদ আলী বলেন, “আমরা সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ নীতি অবলম্বন করি। এখানে প্রত্যেকেরই যা খুশি তা পরার অধিকার রয়েছে। হিন্দু অথবা মুসলিম রীতি অনুযায়ী আপনি যে কোন পোশাকই পড়তে পারেন তবে পশ্চিমা পোশাক অনুসরণ করা উচিত হবে না। আমাদের ভাল পোষাক পরিধান করা উচিত।”

তিনি আরো বলেন, “সংবিধানের কোথাও লেখা নেই যে বোরকা পরিধান করা যাবে না। আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ