শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

দুই সন্তানের বেশি নিলে ভোটাধিকার বাতিল করা হবে: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

দুই সন্তানের বেশি গ্রহণ করলে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুধু ভোটাধিকার নয় তাঁদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

২০২৪ সালের নির্বাচনের আগে বিশেষ করে বিজেপি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) এর বাস্তবায়নকে ঘিরে রীতিমতো তোরজোড় শুরু হয়েছে। সেই হিসাবে ধারনা করা হচ্ছে সর্বপ্রথম উত্তরখন্ড হতেই শুরু হতে যাচ্ছে এ আইন।

ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) এর মধ্যে রয়েছে বহুবিবাহ নিষিদ্ধ করা, পৈতৃক সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, সমস্ত ব্যক্তির জন্য দত্তক গ্রহণের অধিকার ও নারী পুরুষ উভয়েরই ডিভোর্স প্রদানের অধিকার প্রতিষ্ঠা করা।

এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হবে। যেখানে মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

এসব আইন অমান্য করলে তাদের ভোটাধিকার ও সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হবে।

এ বিষয়ে বিজেপির বক্তব্য হল, উত্তরাখণ্ডের জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি ঘটায় এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও অনেক বিশ্লেষক দাবি করেছেন এসব আইন বাস্তবায়িত হলে সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্ষুন্ন হবে।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ